logo
আপডেট : ৯ জুলাই, ২০২৪ ১৭:৫৩
বন্যার পানিতে ভেসে গেছে নবনির্মিত সড়ক
কুড়িগ্রাম প্রতিনিধি

বন্যার পানিতে ভেসে গেছে নবনির্মিত সড়ক

ছবি : বন্যার প্রবল স্রোতে ভেসে গেছে নির্মাণাধীন সামগ্রী

কুড়িগ্রামে ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি নির্মাণাধীন পাকা সড়কের কাজ শেষ না হতেই বন্যার প্রবল স্রোতে ভেসে গেছে। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জালালের মোড় থেকে পাঁচগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়কটির রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় এবি পরিবহন ও সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান অমল চন্দ্র সরকার।

 

কাজটি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণের চেষ্টা করে সংশ্লিষ্ট ঠিকাদার। নির্মাণাধীন অবস্থায় রাস্তাটি বন্যার পানিতে ডুবে যায় এবং ভাসিয়ে নিয়ে যায় রাস্তার ইট, বালু, খোয়া ।

 

রাস্তাটির ৯০ ভাগ নির্মাণ সামগ্রী বন্যার পানিতে ভেসে যায় এতে ক্ষতির সম্মুখীন হয় বাস্তবায়নকারী ঠিকাদার।

 

জানা যায়, প্রায় ৬২৫ মিটার রাস্তার অধিকাংশই বন্যার পানিতে তলিয়ে যায়। বাস্তবায়নকারী ঠিকাদার অমল চন্দ্র সরকার জানান,শত চেষ্টা করেও রাস্তাটি রক্ষা করতে পারেননি।

 

ভোরের আকাশ/সু/মি