"যে মুখে মায়ের ডাক-সে মুখে মাদক নয়, মাদক সেবী ও ব্যবসায়ী সমাজের চিরশত্রু'' এমন অসংখ্য প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ এর উদ্যোগে ধারাবাহিক মাদকবিরোধী র্যালী ও জনসচেতনতা কর্মসূচি পালন করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (১২ জুলাই ) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শহীদ মিনার এলাকায়।
রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ এসময় বলেন, মাদকে ছেয়ে গেছে পুরো দেশ। তরুণ ও যুব সমাজ আজ ধ্বংসের পথে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এখন মাদক সেবন হচ্ছে যা জাতির জন্য অশনিসংকেত। মাদক ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। সোহরাওয়ার্দী উদ্যান একটি প্রাকৃতিক পরিবেশ এলাকা, এখানে দিন দুপুরে ওপেনে মাদক ব্যবসায় চলছে এবং সেবীরা মাদক সেবন করছে। এখানে যেসব মানুষ ঘুরতে আসেন তারা নিরাপদ নয়৷ প্রশাসনের চোখের সামনেই মাদক সেবন ও ব্যবসা করলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় না এখন সমাজের যারা ভাল মানুষ রয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হলে নিশ্চয়ই একটি মাদকমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব।
ভোরের আকাশ/মি