logo
আপডেট : ১৪ জুলাই, ২০২৪ ১৯:১৪
বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আহবান; র‌্যাবের মহাপরিচালক হারুন
গাইবান্ধা প্রতিনিধি

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আহবান; র‌্যাবের মহাপরিচালক হারুন

গাইবান্ধায় চর অঞ্চলে বন্যাতের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন র‍্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিষ্টার হারুন অর রশিদ। রোববার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে বন্যাত ৪০০শ পরিবারের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, চরাঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে দিশেহারা হয়েছেন। এছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। তাই র‍্যাবের পক্ষে থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ঔষধ চিকিৎসা সেবা ও শুকনো খাবার সামগ্রিক বিতরণ করা হচ্ছে। এছাড়াও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় গাইবান্ধা র‍্যাব-১৩ এর সিপিসি-৩, র‍্যাব উপ-সহকারী - পরিচালক জাকির হোসেন পুলিশ সুপার কামাল হোসেনসহ দায়িত্বরত সকল কর্মরতা অফিসারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ সু