নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের নিতািগঞ্জ এলাকার শ্রী শ্রী বলদেব জিউর আখড়া মন্দির থেকে ২নং রেল গেট হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে দেওভোগের জগন্নাথদেবের জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে এ রথযাত্রা পালন করে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের পুণ্যার্থীরাও রথযাত্রা উৎসবে অংশ নেন। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া বহুতল ভবন থেকেও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি করা হয়।
নারায়ণগঞ্জ মডেল থানার ওসি শাহদাত হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোমবার দুপুর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রথযাত্রা উপলক্ষে দুই শতাধিক পুলিশ মোতায়েন ছিল।
আমাদের মাগুরা প্রতিনিধি জানান: মাগুরায় সনাতন র্ধমাবলম্বীদরে অন্যতম র্ধমীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রথযাত্রা উৎসব উপলক্ষে নতুন বাজার হতে মাগুরা শহরে র্বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে নতুন বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন র্ধমাবলম্বীরা রথের রশি টেনে বাদ্যের তালে তালে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে।
সম্প্রতি শহরের নতুন বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থতি থেকে রথযাত্রার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার।
ভোরের আকাশ/ সু