সোমবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ওপর পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক হামলায় প্রচণ্ড নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামধারী হেলমেটবাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। এই ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আক্রমণ করেছে; পিটিয়ে রক্তাক্ত করেছে, মারাত্মক জখম করেছে।
হামলায় আহত শতাধিক শিক্ষার্থী যাদের মধ্যে আছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতিমা, সদস্য সিমা আখতার, রেদওয়ানুল ইসলাম রনি, সায়মাসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এখন ঢাকা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, রোববার সরকার প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত। দেশবাসীকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন দানে আহ্বান জানান নেতৃবৃন্দ|
ভোরের আকাশ/মি