ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রী বেশে গাঁজা পাচারের সময় মো. জসিম নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুটি চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক মো. জসিম কসবার কায়েমপুর ইউনিয়নের কালতা (দিঘিরপাড়) গ্রামের শিরু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহাম্মেদ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার কুঠি চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় কিছু লোক যাত্রী বেশে গাঁজা বহন করছে। পরে বাসস্ট্যান্ডের কাজি পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে জসিমকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ, বস্তা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ সরকার, সোহেল মিয়া ও নজু মিয়া নামের ৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ সু