ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসরায়েলের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে বলেন, ‘মস্তিস্কের পাশাপাশি হৃদয় দিয়ে চিন্তা করুন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তেহরানের হামলা প্রায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আর প্রতিশোধমূলক আক্রমণে যাওয়া উচিত নয়। যদিও আমি মনে করি, তারা (ইরান) যে হামলা চালিয়েছে, তার জবাব দেওয়া অবশ্যই ন্যায্য, তবে বন্ধু হিসেবে আমি বলল, মস্তিস্কের পাশাপাশি হৃদয় দিয়ে চিন্তা করুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করছি।’
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডারসহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এ হামলার জবাবে গত রোববার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েল দাবি করেছে, ইরানের হামলায় খুব সামান্যই ক্ষতি হয়েছে। বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জর্ডান সহায়তা করেছে।
বিবিসি ছাড়াও স্কাই নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ডেভিড ক্যামেরন। স্কাই নিউজকে তিনি বলেন, ‘ইরানের হামলা ব্যর্থ হয়েছে এবং তারা পুরোপুরি পরাজিত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে ইরান যে এ অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়, সেটি স্পষ্ট।’
ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ব্রিটিশ সরকার তার মিত্রদের সঙ্গে কাজ করবে বলেও জানান ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ‘ইরান–ইসরায়েল উত্তজনা নিরসন ছাড়াও ইরান সমর্থিত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়েও কাজ করবে ব্রিটেন।’