logo
আপডেট : ২৬ জুলাই, ২০২৪ ১৪:৪৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

শুক্রবার টাঙ্গাইলে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। কারফিউ শিথিল থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় শুক্রবার যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৮ ঘণ্টায় ২০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুর চিত্রও স্বাভাবিক হতে শুরু করেছে।

হাইওয়ে এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান বলেন, গত ৩ দিনের তুলনায় শুক্রবার মহাসড়কে গাড়ি প্রায় দ্বিগুণ চলাচল করেছে। এ অবস্থা চলমান থাকলে আগামী রোববার নাগাদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

ভোরের আকাশ/ সু