ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক বজলুর রহমান (৩৫) উপজেলার কোনাবাড়ী চরপাড়া গ্রামের আ. মজিদের ছেলে। নিহত বজলুর পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তার ঘরে স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন নিহত বজলুর রহমান। ত্রিশাল পৌর এলাকার বালিপাড়া রোড মোড়ে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক পিছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে ফেলে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বজলুর রহমান নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া বলেন, শুক্রবার সকালে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালক কাউকে আটক করা যায়নি। মামলা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ সু