logo
আপডেট : ৩ আগস্ট, ২০২৪ ১৯:১৭
৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
জামালপুর প্রতিনিধি

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী ৯ দফা দাবি বাস্তবায়নে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা চত্বরে জড়ো হয়ে মাদারগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল নিয়ে যান শিক্ষার্থীরা।

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকার বস্ত্রালয় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে একজন চিকিৎসক একজন সঙ্গীত শিল্পীকেও দেখা যায় সেই সমাবেশে।

সমাবেশে বক্তব্য দেন সঙ্গীত শিল্পী রাহিদা লগ্না। এসময় তিনি বলেন, রাষ্ট্রের কোন আন্দোলনে পুলিশ কোন নিরিহ ছাত্রদের উপর গুলি চালাতে পারে না। বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুলি খেয়ে মরেছে। আমি শিল্পী হিসেবে চুপ থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমেছি। সমাবেশ শেষে আবারো বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এসময় বিভিন্ন ধরনের প্রতিবাদি স্লোগান দেন তারা। আড়াই ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল শেষে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে প্রো.গ্রাম শেষ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ কোন ধরনের বাধাপ্রদান না করে শহরেন সরকার বস্ত্রালয় মোড়ের একপাশে অবস্থান নেয়। মাদারগঞ্জ মডেল থানার

ওসি নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা মাঠে আছি।

ভোরের আকাশ/ সু