ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। তবে, বৃষ্টির কারণে অনেকে পড়েছেন বিপাকে।
এদিকে, সকাল থেকে গণপরিবহনও রয়েছে পর্যাপ্ত। এছাড়া, রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা-সিএনজি আর ব্যক্তিগত যানবাহনের। দেশের বর্তমান পরিস্থিতিতে, আইনশৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক পুলিশ অনুপস্থিত। তাই, যানজট ও রাস্তাঘাটের বিশৃঙ্খলা এড়াতে এগিয়ে এসেছে ছাত্রসমাজ।
রাজধানীর বিভিন্ন সড়কে তাদের স্বেচ্ছাশ্রম দিতে দেখা গেছে। তবে, সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যেও রয়েছে আতঙ্কের ছাপ। অনেকের অভিযোগ, আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। কবে নাগাদ দেশের সংকট সমাধাণ হবে, সেটি নিয়েও অনেকের মনে অনিশ্চয়তা।
ভোরের আকাশ/ সু