জয় কালী মন্দির ঢাকার ঠাঠারীবাজার ও ওয়ারীর মধ্যবর্তী স্থানে অবস্থিত , জয়কালীর নামে মন্দিরের নামকরণকৃত, এটি ২৪ জয় কালী মন্দির স্ট্রিটে অবস্থিত। কালী দেবীর উদ্দেশ্যে নিবেদিত এটি একটি হিন্দু মন্দির। সকল বয়সের হিন্দু ধর্মাবলম্বীরা কালী দেবীর পুজো দিতে এখানে আসেন।
পুরনো ঢাকার জয় কালী মন্দিরের অভ্যন্তরে কালী দেবীর মূর্তি।
১৫৯৩ সালে এই মন্দিরটি তৈরি করেন শ্রী তুলসী নারায়ণ ঘোষ এবং শ্রী নব নারায়ণ ঘোষ। এই মন্দিরটি ৪৩২ বছর পুরোনো, এখানে দেশের সনাতন হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি ভারত থেকে ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন এ মন্দিরে পুজাঅর্চনা করতে আসেন। সম্প্রতি দেশে সৈরশাসন সরকারের পতনের পর যে গুঞ্জন শুনা যাচ্ছিলো, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উপরে সাম্প্রদায়িক ডাঙ্গা হাঙ্গামা ও লুটপাটের ঘটনা ঘটছে এবং পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির জ্বালিয়ে দেয়ার যে গুজব ছড়ানো হয়েছিলো তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং গুজব ছিলো।
এপর্যায়ে আজ থাকছে জয়কালি মন্দিরের পুরোহিত শিশির বেনার্জী ও জয়কালী মন্দিরের সভাপতি নরেশ সরকারের দেয়া বিশেষ সাক্ষাৎকারে থাকছে বিস্তারিত
ভোরের আকাশ/মি