logo
আপডেট : ১৮ আগস্ট, ২০২৪ ১৬:০০
চসিকের তিনদিনব্যাপি পরিচ্ছন্ন কার্যক্রম শুরু
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চসিকের তিনদিনব্যাপি পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

তিনদিনব্যাপি বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রবর্তক মোড়ে বড় ও আশপাশের নালাসহ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি বলেন, আজ রোববার থেকে প্রতিদিন দুটি করে ড্রেনে ক্র্যাশ করা হচ্ছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ ৫ জন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই প্রোগ্রামে বিশেষ দল দুইভাগে বিভক্ত হয়ে এবং উক্ত ওয়ার্ড সংশ্লিষ্ট বাকী দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করবেন। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকী করবেন। বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীগণ নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ অভিযানে যোগ দিবেন। কার্যক্রমে নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম পর্যাপ্ত স্কেভেটর ও ডাম্প ট্রাকের ব্যবস্থা করছেন বলে জানান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা।

ভোরের আকাশ/ সু