logo
আপডেট : ১৮ আগস্ট, ২০২৪ ১৮:২৭
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রধান শিক্ষক
ফেনী প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনীতে শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার তাঁর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।রোববার (১৮ আগস্ট) দুই ঘণ্টা বিক্ষোভের পর দুপুরেই শিক্ষার্থীদের চাপের মুখে তিনি পদত্যাগ করেছেন।

প্রধান শিক্ষক শামীম আক্তার ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। সদ্য সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিশেষ হস্তক্ষেপে তাকে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত করার বিষয়ে ফেনীতে দীর্ঘদিন গুঞ্জন ছিল।

শিক্ষার্থীরা জানান, শামীম আক্তার দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে নানা অনিয়ম-দুর্নীতিতে নিমর্জিত ছিলেন। তিনি সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর স্বজন হওয়ায় তাঁর এসব অনিয়মের বিষয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে তাঁর স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো জনসম্মুখে আসতে থাকে। একপর্যায়ে স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রধান শিক্ষক শামীম আক্তারের পদত্যাগ দাবিতে রোববার সকাল থেকে ফেনী শহরের বারাহীপুর সালাহউদ্দিন মোড় সংলগ্ন স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন।

দীর্ঘ ২ ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর প্রধান শিক্ষক শামীম আক্তার তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সিনিয়র শিক্ষক অর্চনা রানী চক্রবর্তীর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

ভোরের আকাশ/ সু