logo
আপডেট : ১৯ আগস্ট, ২০২৪ ১৮:৩০
টঙ্গীবাড়ীতে অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী
মুন্সীগঞ্জ প্রতিনিধি

টঙ্গীবাড়ীতে অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রবিবার দুপুর আনুমানিক১২:৩০ মিনিটে থানা প্রাঙ্গনে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসেন এর উপস্থিতিতে ওসি (তদন্ত) শফিউদ্দিন আহমেদ এর নিকট উদ্ধার হওয়া অস্ত্র গুলো হস্তান্তর করেন। এ সময় সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন কর্নেল চার্লস সহ সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা কৃষি কর্মকর্তা জয়লুল আলম তালুকদার ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে দেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর অধিনে গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময় জনসাধারণের কাছে রক্ষিত ৭৯ টি অস্ত্র(রাইফেল,পিস্তল,শর্ট গান) ও বিভিন্ন প্রকার ৩৮৯১ রাউন্ড গোলাবারুদ এবং অন্যান্য সরকারি সরঞ্জামি উদ্ধার করে ওসি (তদন্ত) এর কাছে হস্তান্তর করা হয়।

 

ভোরের আকাশ/মি