logo
আপডেট : ২০ আগস্ট, ২০২৪ ১৬:২৭
ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, আহত ৩
সাভার (ঢাকা) প্রতিনিধি

ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, আহত ৩

ঢাকার সাভার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজুবর (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন জনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার রাজালাক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর মানিকগঞ্জ জেলার উথুলি থানার ধূসরগ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন। অপরদিকে আটককৃতরা হলেন, সাভার পৌর এলাকার ব্যাংককলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন ও শিপন এবং পৌর এলাকার বাবুর ছেলে সোহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহ চারজনকে আটক করে। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করে। সেই সাথে আরো তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান আতিক জানান, এলাকাবাসী ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দেন। এতে একজন নিহত হয়েছেন। আহত তিনজনকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ সু