গাইবান্ধা- ৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতিসহ ২৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) পলাশবাড়ী আমলী আদালতে হরিনাথপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসাইন জাহাঙ্গীর বাদি হয়ে মামলার আবেদন করেন। পরে আদালত আবেদনটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করার নির্দেশ দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদিপক্ষের আইনজীবী আব্দুল হালিম।
তিনি বলেন, সাবেক এমপি স্মৃতিসহ ২৪ জনের নাম ঠিকানা উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনসহ মোট ৪৪ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেছেন হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসাইন জাহাঙ্গীর।
এজাহারে উল্লেখ করা হয়, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ বিক্রির জন্য সরকারি বিধি মোতাবেক টেন্ডার করা হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আসামিরা গাছ কাটতে বাধা দেয় এবং ১০ লক্ষ টাকা দাবি করেন। বাদির কাছে থেকে টাকা না পেয়ে নানা হয়রানিসহ মামলার হুমকি দেয়। পরে সংসদ সদস্য ও তার লোকজন বাদিকে বাড়িতে ডেকে নিয়ে বাদির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন।
ভোরের আকাশ/মি