১৪ গ্রামের মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল একটি বেইলি সেতু। গত সপ্তাহে টানা বর্ষণে সেতুটি ভেঙে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছিল। ভোগান্তিতে পড়েছিল হাজার হাজার মানুষ। সেই বিচ্ছিন্নতা কাটানোর জন্য সাময়িক একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউএনও সারমিনা সাত্তার।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, গ্রাম পুলিশ সদস্যদের দিয়ে রোববার বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। পরে লোক চলাচলের জন্য সাঁকোটি খুলে দেওয়া হয়েছে। এতে খরচ হয়েছে ১০-১২ হাজার টাকার মতো। সড়ক ও জনপথ বিভাগের অধীনে হওয়ায় সেতু নির্মাণ করতে কিছুদিন সময় লাগবে। এ জন্য ১০-১২ হাজার টাকার বাঁশ ক্রয় করে গ্রাম পুলিশ দিয়ে এই সাঁকো দুই দিনেই নির্মাণ করা হয়েছে।
স্থানীয় এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সাময়িকভাবে সাঁকো নির্মাণ করায় উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারের সঙ্গে ১৪টি গ্রামের যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে অনেকেই উপকৃত হয়েছে।
সাঁকোর পশ্চিমপারের উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘সাঁকো নির্মাণ করায় সবারই সুবিধা হয়েছে।’
কামাল হোসেন বলেন, ‘আন্তরিকতা থাকলে সব ক্ষেত্রেই ভালো কিছু করা যায়। তার উদাহরণ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।’
ভোরের আকাশ/ সু