logo
আপডেট : ২৭ আগস্ট, ২০২৪ ১৭:২০
তাহিরপুরে মৎস্যজীবীদের মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুরে মৎস্যজীবীদের মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরের নির্দিষ্ট জলমহাল ব্যতীত অন্যত্র মাছ ধরতে একটি চিহ্নিত গোষ্ঠী কর্তৃক জেলেদের নিষেধাজ্ঞা, অন্যায়ভাবে হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মৎস্যজীবীরা।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মাটিয়ান হাওর পাড়ের সাধারণ মৎস্যজীবীদের উদ্যোগে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মাটিয়ান হাওর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জালালাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য মো. তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী নেতা মো. শাহীনুর রহমান, মো. সুলতান আহমদ, মো. ইসলাম নূর প্রমুখ।

 

ভোরের আকাশ/মি