নেপালি তায়কোয়ান্দো খেলোয়াড় পালেশা গোবর্ধন ৩১-০ গোলে জয়ের পর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ সে মুখোমুখি হবে ব্রাজিলের কার্ডোসো ফার্নান্দেস এর সাথে। পালেশা গোবর্ধন প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ তার প্রথম ম্যাচ জিতেছে।
পালেশা শুক্রবার ভেনেজুয়েলার মোরালেস ভ্যালেরিয়াকে হারিয়ে কে-৪৪ ইভেন্টে মহিলাদের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন বিভাগে জয় নিশ্চিত করেছেন।
প্যারিসের গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত রাউন্ড অফ ১৬ ম্যাচে, পালেশা ৩১-০ স্কোরে ভ্যালেরিয়াকে পরাজিত করেন। বডি কিক থেকে সে বেশিরভাগ পয়েন্ট অর্জন করেন। এর আগে টোকিও প্যারালিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পালেশা এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ীও। তার ব্রোঞ্জ ছিল প্যারা এশিয়ান গেমসে নেপালের প্রথম পদক।
মার্চের শুরুতে, তিনি চীনে অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে স্বর্ণপদক জিতে প্যারিস প্যারালিম্পিকে তার স্থান নিশ্চিত করেছিলেন।
আজ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কার্ডোসো ফার্নান্দেসের মুখোমুখি হবে পালেশা। ফার্নান্দেস, টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার সোনা জিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
এর আগে, আরেক তায়কোয়ান্দো অ্যাথলিট ভারত সিং মাহাতা জাপানি প্রতিযোগীর কাছে হেরে বাদ পড়েছিলেন।
ভোরের আকাশ/ সু