logo
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫৩
বিএনপি আগামীতে ‘জাতীয় সরকার’ ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায় : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

বিএনপি আগামীতে ‘জাতীয় সরকার’ ব্যবস্থায়
দেশ পরিচালনা করতে চায় : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীদিনে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায় বিএনপি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়ালি যোগদান করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে একটি দলের লোকজন কিভাবে সর্বত্র বিচরণ করে। যেখানে দেশের একটি জনগোষ্ঠী দেশসেবা থেকে বঞ্চিত হয়। তাই আমরা জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। যেখানে সবার মতামত গুরুত্ব পাবে।

তারেক রহমান বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। আমাদের আরও গুরুত্বপূর্ণ সংষ্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চানÑ এমন অসংখ্য জ্ঞানী, গুণী শিক্ষক, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী রয়েছেন যাদেরকে গুরুত্ব দেবে বিএনপি।

তিনি বলেন, যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। যারা তথাকথিত উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে দেশের মানুষ ছাড় দেবে না।

বিগত সতেরো বছরের বিরামহীন আন্দোলনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ ও দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য তারেক রহমান সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হঠকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন? সতর্ক থাকুন ও প্রতিরোধ করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

 

ভোরের আকাশ/মি