logo
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:২৬
এক মাসেও খোঁজ মেলেনি কলেজছাত্র আসিফের
সিরাজগঞ্জ প্রতিনিধি

এক মাসেও খোঁজ মেলেনি কলেজছাত্র আসিফের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে নিখোঁজ কলেজছাত্র আসিফ

ছেলের কখন বাড়ি ফিরে আসবে সেই অপেক্ষায় বসে আছে মা আসমানী খাতুন। গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যান কলেজছাত্র আসিফ হোসেন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সব জায়গায় খোঁজ নিয়েও হদিস মেলেনি। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানে না পরিবারের সদস্যরা।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কলেজছাত্র আসিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকার নজরুল ইসলামের ছেলে। সে সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী। তিনটি পরীক্ষায় অংশও নিয়েছেন।

কলেজছাত্র আসিফ হোসেনের মামা শাহীন শেখ দৈনিক ভোরের আকাশকে বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যান আসিফ। যাওয়ার সময় মাকে বলে যান, মা আমি মিছিলে যাচ্ছি। শহরের মুজিব সড়কের চৌরাস্তা মোড় এলাকায় মিছিলে দেখা গেছে আসিফকে। কিন্তু দুপুরের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না এবং তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অনেকে বলে, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে আগুনও দেওয়া হয়েছে। ওই বাড়িতে আটকা পড়ে থাকতে পারে আসিফ।

শাহীন শেখ আরও বলেন, লোকজনের মুখে শুনে পরে আমরা জান্নাত আরা হেনরীর বাড়ির বিভিন্ন কক্ষে আসিফকে খুঁজেছি। একটি কক্ষে মানুষের শরীরের হাড় দেখতে পাই। পরে কয়েকজন লোক এসে সেগুলো তুলে নিয়ে যায়। তারা বলে, এগুলো হাসপাতাল মর্গে পাঠানো হবে পরীক্ষা করার জন্য। আমরা মর্গেও গিয়েছিলাম। মর্গে আগুনে পোড়া দুটি লাশ আছে। কিন্তু চেনার উপায় নাই। শরীর পুড়ে কয়লা হয়ে গেছে। আমার বোন বুধবার আসিফের খোঁজে হেনরীর বাড়িতে গিয়েছিল। বাড়িতে কেউ নেই। আসিফকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে প্রতিবারই ‘বিজি নাও’ বলা হচ্ছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মুস্তাকিম দৈনিক ভোরের আকাশকে বলেন, আসিফের নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/ সু