logo
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৫
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৯
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও 

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৯

বর্ষা এলেই সারাদেশে বেড়ে যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব। এরই মধ্যে ঠাকুরগাঁওয়েও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত মোট নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ভর্তি রোগীদের মধ্যে ৭জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া দুইজন রোগী স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা কোনোদিন ঢাকা বা অন্য কোনো জেলায় যাতায়াত করেননি।

এর আগে, গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত মানুষ ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হন। তবে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অধিকাংশই ছিল ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসা।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ. কে. এম. জাহিন বলেন, গত জুলাইয়ে  ঠাকুরগাঁওয়ে অর্ধশত ডেঙ্গু রোগী ভর্তি হন। সেপ্টেম্বরে এসে আবারও এর প্রাদুর্ভাব দেখা দেয়। এইমাসে এখন পর্যন্ত ঢাকা থেকে আসা সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও ঠাকুরগাঁও থেকেও দুইজন আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন।

বর্ষার মৌসুম হওয়ায় সবাইকে একটু সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘুমানোর সময় মশারি টাঙানোর পরামর্শ দেন ডা. এ. কে. এম. জাহিন।

ভোরের আকাশ/ সু