logo
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২৪
সিএমপিতে চালু হচ্ছে ওপেন হাউজ ডে, নগরবাসীর অভিযোগ সরাসরি শুনবেন কমিশনার
জেলা প্রতিনিধি (চট্টগ্রাম)

সিএমপিতে চালু হচ্ছে ওপেন হাউজ ডে, নগরবাসীর অভিযোগ সরাসরি শুনবেন কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চালু হচ্ছে ওপেন হাউজ ডে। নগরবাসীর অভিযোগ ও সমস্যার কথা শুনবেন এবার সরাসরি শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।


শনিবার (১৪ সেপ্টেম্বর) সিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকেল তিনটায় নগরের দামপাড়ার পুলিশ কমিশনার কার্যালয়ে এই শুনানি হবে। এদিন নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনে তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন পুলিশ কমিশনার।


এছাড়া প্রতিসপ্তাহে রোববার ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররা একি প্রক্রিয়ায় অভিযোগ শুনে তদানুযায়ী ব্যবস্থা নিবেন।


প্রতিসপ্তাহে একদিন প্রতিটি থানায় ‘ওপেন হাউজ ডে (যা থানা থেকে নির্ধারিত) অনুষ্ঠিত হবে এবং সপ্তাহের অন্যান্য দিন স্বাভাবিকভাবে কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ভোরের আকাশ/মি