logo
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০২
ফেনীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন
ফেনী প্রতিনিধি

ফেনীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন

ফেনীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফেনীর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বুধবার দিনব্যাপি শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে মোট ৩১ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীকে ফিজিওথেরাপি ও স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রদান করা হয়।

এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) জি এম মামুনুর রশীদ, ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের থেরাপি সহকারী মো: হারুন অর রশীদ, টেকনিশিয়ান -০২ মো: শাহ আলম, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর মো: হাছান ইকবালসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ সু