গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে চুবিয়ে সাত বছরের শিশু কন্যা রাফিয়া খাতুন কে হত্যার অভিযোগে সৎ মা ইশাত বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
হত্যাকান্ডের শিকার শিশু রাফিয়া দরবস্ত ইউনিয়নের দরবস্ত কানিপাড়া গ্রামের রানার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে গোসল করার কথা বলে রাফিয়া কে সৎ মা ইশাত বেগম বাড়ীর পাশের পুকুরে নিয়ে যায়। গোসল করানোর সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইশাত বেগম রাফিয়াকে তার দু’পায়ের মাঝে চেপে পুকুরের পানিতে ডুবিয়ে ধরে থাকে। এ সময় পুকুর পাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে ফেলায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটি হত্যা অভিযোগে বিক্ষুব্ধ গ্রামবাসী সৎ মাসহ বাড়ীটি ঘেরাও করে রাখে। পুলিশ খবর পেয়ে সৎ মা ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান আসাদ মুঠোফোনে বলেন, গ্রামবাসী ও পরিবারে অভিযোগের প্রেক্ষিতে ইশাত বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার হয়েছে। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে শিশুটির মুত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/ সু