ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামক এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ৩ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাহিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ।
প্রক্টর বলেন, এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন জালাল (হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক)। বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে। আশাকরি দ্রুত বাকিদেরও গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী। অন্য দুজন হলেন, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন ও মোস্তাকিন সাকিন।