logo
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫০
গাইবান্ধার ঘাঘট লেকের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার অভিযান শুরু
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ঘাঘট লেকের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার অভিযান শুরু

গাইবান্ধার ঘাঘট লেকের সৌন্দর্য ফেরাতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়। এ লেকের কচুরিপানা অপরারণে কাজ করছে একদল নারী-পুরুষ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও গাইবান্ধা পৌরসভা এই কর্মসূচির আয়োজন করে। এটি উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

গাইবান্ধা শহরের মধ্য দিয়ে প্রবাহিত এই ঘাঘট লেকটি দীর্ঘদীন যাবৎ অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় কচুরিপানায় ভর্তি ও আবর্জনায় স্তুপের কারনে দুগন্ধ ছড়ায় এবং ডেঙ্গু মশার প্রজনন ঘাটি হিসেবে দেখা দেয় । এই অবস্থার অবসান ঘটাতে এবং লেকটির সৌন্দর্য ফেরাতে জেলা প্রশাসক লেকটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হকসহ আরও অনেকে।

ভোরের আকাশ/ সু