logo
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:১৪
মেঘনার তীরে আটকে ছিল তরুনীর মরদেহ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মেঘনার তীরে আটকে ছিল তরুনীর মরদেহ

ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে জিও ব্যাগের সাথে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিউজ লেখার আগ পর্যন্ত মরদেহটির নাম পরিচয় সনাক্ত করতে পারেনি চরফ্যাশন থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, আনুমানিক ২১ বছর বয়সী মেরুন রংয়ের সেলোয়ার কামিজ পরিহিত ওই তরুনীর মরদেহ জোয়ারে ভেসে এসে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষা বাধের জিও ব্যাগের সাথে আটকে যায়। সকালের জোয়ারের যেকোন সময় মরদেহটি ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। দুপরে স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা মেঘানার তীরের জিও ব্যাগের সাথে আটকে থাকা মরদেহটি দেখে থানা পুলিশেকে খবর দেন। পরে থানা পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মেঘনার তীর থেকে ওই তরুনীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। দেশের বিভিন্ন থানায় ওই তরুনীর ছবি পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/ সু