logo
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ২০:১০
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সমাবেশ
ফেনী প্রতিনিধি

স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সমাবেশ

ফেনীর স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মো: আবদুল হালিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী, পরিচালক ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক প্রতিনিধি রোকেয়া আক্তার।

স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুলের সঞ্চালনায় এসময় স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস, শিক্ষক প্রতিনিধি সংযুক্তা বণিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই, তবে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের আগামী প্রজন্ম অর্থ্যাৎ আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকবৃন্দ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, স্টার লাইন গ্রুপ নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ফেনীর অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষা বিস্তারে সহযোগিতা করে আসছে। আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো। এজন্য তিনি সন্তানদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। একই সাথে স্কুল সংশ্লিষ্ট যেকোন পরামর্শ কিংবা মতামত দিয়ে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অগ্রগতিতে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

ভোরের আকাশ/ সু