logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:২০
সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যানের চেয়ারে বসলেন আঃ লীগ নেতা, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যানের চেয়ারে বসলেন আঃ লীগ নেতা, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে দায়িত্ব চালিয়ে যেতে এবং বসার সুযোগ করে দিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ নিশ্চিত হতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর দাখিল করার জন্য বলা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিতে রয়েছেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক।

জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে. রায়গঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে জানানো যাচ্ছে যে, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ভোটার বিহীন অবৈধ চেয়ারম্যান, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খানকে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বপদে বহাল করার ঘটনায় উদ্ধুধ পরিস্থিতিতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করবেন।

উল্লেখ্য, ছাত্র-জনতা অভ্যুত্থানে গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আতœগোপনে চলে গেছেন। এসব নেতাকর্মীদের মধ্যে অনেকেই রয়েছেন জন প্রতিনিধি। এই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে দায়িত্ব চালিয়ে যেতে এবং বসার সুযোগ করে দিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠে। চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে বসিয়ে দেওয়ার একাধিক ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরই প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মী।

এই পরিস্থিতিতে জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়টি আমি অবগত হয়েছি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হবে।

 

ভোরের আকাশ/মি