logo
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৩
কৃষি কর্মকর্তার ওপর হামলার বিচারের দাবিতে মানবন্ধন
গাইবান্ধা প্রতিনিধি

কৃষি কর্মকর্তার ওপর হামলার বিচারের দাবিতে মানবন্ধন

ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নাটোর সদরে উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে বক্তব্য দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আলহাজ মো.আব্দুল মজিদ সরকার, যুগ্ম আহবায়ক মাহাফুজুল হক, তানজিমুল হাসান, মুরাদ হোসেন, জিয়াউর রহমান, ইদ্রিস আলী, হারুন অর রশিদ সনেট ও রাজু আহমেদ, ইয়াসমিন সাথিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কৃষি কর্মকর্তার ওপর হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথ্যায় মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম বন্ধ সহ বিভিন্ন কর্মসূচি প্রদান করা হবে।

ভোরের আকাশ/ সু