logo
আপডেট : ১ অক্টোবর, ২০২৪ ১৪:১৯
আশুলিয়ায় যৌথ বাহিনীর গুলিতে শ্রমিক নিহত
শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ
সাভার (ঢাকা) প্রতিনিধি

শিক্ষার্থীদের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর গুলিতে কাউসার হোসেন খাঁন নামের এক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেট অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

দুপুর ১টা থেকে জাঃবি শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় তারা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন।

উল্লেখ্য গতকাল দুপুরে শ্রমিক বিক্ষোভে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় যৌথ বাহিনীর গুলিতে ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর কাউসার হোসেন খাঁন নিহত হয়। এসময় চারজন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ জন।

এদিকে গতকাল সকাল ৯টা থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় মানুষজন পায়ে হেটে গন্তব্যে পৌছে যাওয়ার চেষ্টা করছে। তীব্র রোদে প্রচন্ড গরমে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে।

ভোরের আকাশ/ সু