logo
আপডেট : ১ অক্টোবর, ২০২৪ ১৮:২১
গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩৬ বছর পর গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩৬ বছর পর গ্রেফতার

গাইবান্ধায় দস্যুতা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আব্দুল মোতি ওরফে (পাগলা) (৬০) পলাতক এক আসামিকে দীর্ঘ ৩৬ বছর পর গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া।


মঙ্গলবার (১ অক্টোবর) ভোর পাঁচটার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনীয়া বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ ৩ জন দুর্বৃত্ত আসামীর বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধের বিষয়ে এজাহার দায়ের করিলে থানায় নিয়মিত মামলা রুজু হয়।
এরপর থেকে গ্রেফতারকৃত আব্দুল মোতি ওরফে পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় ওইদিন ভোর রাতে ৫ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/ সু