সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড নির্ধারণ সহ উপরের পদগুলি শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রদানের দাবিতে "বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ" মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার( ৩ অক্টোবর) শহরের সিও অফিস চত্বরে বিকালে কয়েক শত শিক্ষক ও শিক্ষিকার উপস্থিতিতে বিভিন্ন দাবী বাস্তবায়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে নেতৃবৃন্দ।
সাইদুল হক মামুনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি সুব্রত রায়, মামুন সিকদার, সিফাত উল্লাহ, ওমর ফারুক, কামরুল ইসলাম , হাবিবুর রহমান, তামান্না আফরোজ, অপূর্ব মন্ডল, ওবায়দুল্লাহ মারুফ, রুম্মান মিয়া, মনোজ দেবনাথ, এনামুল কাজী , সরদার হুমায়ুন কবির, শাফায়েত হোসেন ও শেখ আসাদুজ্জামান।
এসময় সংহতি প্রকাশ করেন শিক্ষক কর্মচারি ঐক্যজোটের পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন ও অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম।
ভোরের আকাশ/মি