ফেনীর ছাগলনাইয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার কেন্দ্রীয় সেবাশ্রম মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করে ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো: আলমগীর বি এ, ছাগলনাইয়া পৌর বিএনপির আহ্বায়ক মো: ইউসুফ মজুমদার।
প্রধান অতিথি রফিকুল আলম মজনু সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সংখ্যালঘু এ কথা আমি বলতে চাই না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক। এক হয়ে থাকতে চাই। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে আপনাদের পাশে থাকার।
দুর্গাপূজা আনন্দ উৎসবের মধ্যে পালন করবেন। যদি কেউ কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে নিজ হাতে তাকে প্রতিহত করার ঘোষণা দেন রফিকুল আলম মজনু।
পরে তিনি দরিদ্র ৩৫ হিন্দু পরিবারের সদস্যদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
ভোরের আকাশ/মি