logo
আপডেট : ৫ অক্টোবর, ২০২৪ ১৯:৪০
পিরোজপুরে নিখোঁজ স্কুল ছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নিখোঁজ স্কুল ছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ

পিরোজপুরে নিখোঁজ এক স্কুল ছাত্রীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে উদ্ধার স্কুল ছাত্রীকে তার অভিভাবকের নিকট বুঝিয়ে দেয়া হয়। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশাল মেট্রোর কোতোয়ালী থানার সহায়তায় চাঁদমারি এলাকা থেকে রাতে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ ওই ছাত্রী পিরোজপুরের একটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ স্কুল ছাত্রীর বাড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোরের হাওলায়। গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে কোন সন্ধান না পাওয়ায় তার স্বজনরা পুলিশ সুপারের কার্যালয় আসেন এবং পুলিশের শরণাপন্ন হয়। পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কোতোয়ালী থানার সহায়তায় নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হন।

এদিকে মেয়েকে পেয়ে খুশি তার পরিবার। এ সময় তাঁরা পিরোজপুর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

ভোরের আকাশ/মি