logo
আপডেট : ৫ অক্টোবর, ২০২৪ ১৯:৪৭
অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে সিলেটে প্রেরণ
সুনামগঞ্জ প্রতিনিধি

অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে সিলেটে প্রেরণ

অসুস্থতাজনিত কারণে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সাবেক এই পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেট কারাগারে প্রেরণ করা হয়। প্রয়োজনে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য হাসপাতালের কেবিন প্রস্তুত করে রাখা হয়েছে বলে ওসমানী হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে শনিবার সকালে বুকে পেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দুপুরে পাঠানো হয় সিলেট কারাগারে।

জানা গেছে, সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের অসুস্থতা নিয়ে সিলেট কেন্দ্রীয় কারগার কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে প্রয়োজন হলে ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এম এ মান্নান। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

 

ভোরের আকাশ/মি