logo
আপডেট : ৬ অক্টোবর, ২০২৪ ১৭:৫৮
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের
গাইবান্ধা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাবিজার রহমান (৫২) নামের এক কৃষক মারা গেছেন। রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে মুসল ধারে বৃষ্টি পড়ছে। গতকাল রাতে হাবিজারের একটি ঘর ঝড়ে পড়ে যায়। আজ সকালে তিনি ওই ঘর মেরামতের সময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ তারে জড়িয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেল, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই এলাকার শিক্ষক রাজু মিয়া বলেন, বাতাসে হাফিজার রহমানের ঘরটি হেলে পড়ে যায়। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঘরটি মেরামত করার সময় তিনি বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ভোরের আকাশ/ সু