logo
আপডেট : ৬ অক্টোবর, ২০২৪ ১৯:২৭
ফেনী ন্যাশনাল কলেজের উদ্যোগে গণত্রাণ কর্মসূচির উদ্বোধন
ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী ন্যাশনাল কলেজের উদ্যোগে
গণত্রাণ কর্মসূচির উদ্বোধন

ফেনীর স্টার লাইন গ্রুপের শিক্ষা প্রতিষ্ঠান ফেনী ন্যাশনাল কলেজ রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ উত্তরবঙ্গের বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য গণত্রাণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৬ অক্টোবর) স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে গণত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

এতে ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো: আবদুল হালিম, কো-অর্ডিনেটর নজরুল বিন মাহমুদুল ও রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল ফেনীবাসী। যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি ফেনীর মানুষ। এরই মধ্যে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা আমাদের ভাবিয়ে তুলেছে। ফেনীর বন্যায় দেশবাসী যেভাবে আমাদের পাশে দাড়িয়েছে আমাদেরও উচিত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো। এরই ধারাবাহিকতায় স্টার লাইন গ্রুপের সৌজন্যে ফেনী ন্যাশনাল কলেজের রোভার স্কাউট গ্রুপের গণত্রাণ কর্মসূচিকে সফল করার জন্য সবার নিকট আহ্বান জানান। অতিতের ন্যায় উত্তরবঙ্গের বন্যাকবলিত মানুষের পাশেও থাকবে স্টার লাইন গ্রুপ।

 

ভোরের আকাশ/মি