logo
আপডেট : ৯ অক্টোবর, ২০২৪ ১৮:২০
পলিথিন ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক আলোচনা
ফেনী প্রতিনিধি

পলিথিন ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক আলোচনা

'প্লাস্টিক দূষণ রোধ করি, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে করণীয় অবহিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রায়হান মেহেবুব, অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হুসাইন।

পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক শওকত আরা কলির পরিচালনায় মাল্টিমিডিয়ার মাধ্যমে পলিথিন ব্যবহারে ক্ষতিকর দিকগুলো তুলে ধরে নানা বিষয় উপস্থাপন করেন।

এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, তথ্য অফিসার মো: এস এম আল আমিন,
জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন,বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ফেনীর প্রতিনিধি ওমর ফারুক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সদস্য গিয়াস উদ্দিন হেলাল, সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট কমিটির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

ভোরের আকাশ/ সু