শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরগুনা জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল রেঞ্চের ডিআইজি মো. মঞ্জর মোরশেদ আলম ও বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল। শনিবার রাতে পৌর শহরের সার্বজনীন আখড়াবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন-সহ শুভেচ্ছা ও মত বিনিময় করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খালিল, বরিশাল রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. রেজোয়ানা কবির প্রিয়া, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জহুরুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বসিরুল আলম বসির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, জেলা ডিএসবির অফিসার ইনচার্জ এসএম জিয়ায়ুল হক।
বরিশাল রেঞ্চ ডিআইজি মো. মঞ্জর মোরশেদ আলম বলেন, সকল ধর্মে শয়তান আছে এই শয়তানের ধোকায় আমরা পড়বো না। ধর্ম যার যার উৎসব আমাদের সবার। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সময় কোন বৈষম্যের শিকার হওয়ার সুযোগ নেই।
পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা সুযোগ-সুবিধা সাধারণ মানুষকে পুলিশ দিয়ে যাবে। এদেশ আমার এ দেশ আমাদের এ দেশকে আমরা কখনো প্রশ্নবিদ্ধ করবো না। এই কথাটা মনে রেখে সকল ধর্মের মানুষরা একত্রিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিব। ছাত্রদের মাধ্যমে নতুন পদ খুঁজে পাবে বাংলাদেশ পুলিশ এদেশকে ছাত্রদের নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
ভোরের আকাশ/মি