ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
এতে বলা হয়, র্যাব-২ সদর কোম্পানি বিশেষ অভিযানে গত ৪ আগস্ট ফেনীর সোনাগাজী থানায় দাঙ্গা ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দেখিয়ে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. রহিম উল্লাহকে (৬৬) ডিএমপি ঢাকা ধানমন্ডি থানাধীন ধানমন্ডি এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২, সদর কোম্পানি। গ্রেপ্তার পরবর্তী, আইনগত ব্যবস্থা গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া চলমান।
এতে আরও বলা হয়, উল্লেখ থাকে গত ৪ আগস্ট দুপুরে ফেনী সোনাগাজী থানাধীন সোনাগাজী পৌর উদ্যান মাঠে ছাত্র-জনতা আন্দোলনের জন্য মিলিত হলে অত্র মামলার এজাহার নামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকশ আসামি ছাত্র-জনতার ওপর আক্রমণ করে এবং পিটিয়ে ও গুলি বর্ষণ করে ৯ জনকে হত্যাসহ অসংখ্য ব্যক্তিকে মারাত্মক আহত করে। ঘটনার পর অত্র মামলার বাদী তার স্বামী হত্যার মামলা দায়ের করলে আসামিরা এলাকা হতে পলায়ন করে।
অতপর র্যাব-২ সদর কোম্পানির নিবিড় পর্যবেক্ষণ ও অভিযানে শনিবার অত্র মামলার এজাহার নামীয় আসামি মো. রহিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
ভোরের আকাশ/রন