logo
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৪ ১৭:৪৬
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর উদ্বোধন
বরিশাল ব্যুরো

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর উদ্বোধন

প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর গতকাল রোববার বরিশালে এক আয়োজনে নগরীর ডিসি ঘাট থেকে কীর্তনখোলা নদীতে মা ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তিসহ আরও অনেকে। অতিথিরা র‌্যাব-৮, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। গতকাল ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়নে ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

 

ভোরের আকাশ/রন