কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ‘সোফিয়া’ নামে এলপিজিবাহী লাইটারেজ জাহাজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল রোববার দুপুর ২টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। জাহাজে থাকা ৩১ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার রাত পৌনে ১টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ক্রুদের উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনী ও কোস্ট গার্ডের কয়েকটি জাহাজ। উদ্ধার কাজে অংশ নিয়েছে মেটাল শার্ক এবং চারটি অগ্নিনির্বাপণী ও উদ্ধারকারী দল। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
খন্দকার মুনিফ তকি বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। এটি কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করা ছিল। প্রায় ১৪ ঘণ্টা চেষ্টার পর রোববার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাহাজটির ভিতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালাচ্ছেন। জাহাজটিতে ৩১ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে রাখা হয়েছে। জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং কী পরিমাণ এলপিজি ছিল তা জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা তা জানতে কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।
ভোরের আকাশ/রন