বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কর্তৃক রংপুরে অবাঞ্ছিত ঘোষণার করায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরে শিক্ষার্থীরা।
এই ঘটনায় তারা মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের নেতাকর্মীরা। এর আগে সোমবার অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে রাতেই মহানগরীর লালবাগ এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মানববন্ধনে অংশ নেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী রুমন বকশি বলেন, এই গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আবু সাঈদের সহযোদ্ধারা বেঁচে থাকতে কোন দালাল ও ফ্যাসিস্টদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে দিবো না। জাতীয় পার্টির দেয়া নোংরা বক্তব্য প্রত্যাহার করে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।
আরেক শিক্ষার্থী বলেন, রংপুর কারো একার না। সারজিস ও হাসনাত রংপুরে আসবে তারা প্রোগ্রামে অংশ নিবে। ছত্রিশ দিনে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করেছি।স্বৈরাচারের দোসরকে কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না।
প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এক সভায় ঘোষণা দেন ‘জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম যে ঘোষণা দিয়েছে এর কারণে তারা রংপুরে আসতে পারবে না। যার যা কিছু আছে তাই নিয়ে এই রংপুরের পার্টি অফিসে বসে থাকবেন। আমরা দেখিয়ে দিতে চাই, রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাবো। সারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনও প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না।এ সময় দলের নেতাকর্মী স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান।'
ভোরের আকাশ/ সু