logo
আপডেট : ২০ অক্টোবর, ২০২৪ ০৯:২৭
নানা রঙে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
হেলাল সাজওয়াল

নানা রঙে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। ২০০৫ সালের এই দিনে তৎকালীন সরকারি জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। এই স্বীকৃতির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে শতাব্দী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে ধারণ করে এবারের প্রতিপাদ্য ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’। দিবসটি উপলক্ষে নানা রঙে সাজানো হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে।

এ উপলক্ষে সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবস উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এর পর বের করা হবে র‌্যালী। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা; বাদ যোহর আন্দোলনে হতাহতদের স্মরণ ও দোয়া মাহফিল। এর পর জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিকালে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক দৈনিক ভোরের আকাশকে জানান, নানা আয়োজনের পাশাপাশি ৮২০০ জন শিক্ষার্থীকে দুপুরে মাত্র ৫০ টাকায় উন্নত খাবার সরবরাহ করা হবে।

 

ভোরের আকাশ/রন