logo
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৪ ১৩:৪১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব জাবির আরিফ সোহেল
সাভার (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব জাবির আরিফ সোহেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত চার সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল।

মঙ্গলবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক এবং আরিফ সোহেলকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে।

আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ (৪৭ ব্যাচ) শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আন্দোলনের শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলেন আরিফ সোহেল। আন্দোলন চলাকালে ২৭ জুলাই রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী ৮/৯ জনের একটি দল আরিফকে তুলে নিয়ে যায়। পরে তাকে বনানী থানায় সেতু ভবনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়।

ভোরের আকাশ/ সু