সুনামগঞ্জ-সিলেট সড়কে লামাকাজি এম এ খান সেতুর টোল আদায়ের প্রতিবাদে আজ ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ পরিবহন মালিক শ্রমিক পরিষদ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ভুক্তভোগী যাত্রীরা জানান, গণপরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়ে যাত্রীদের হয়রানিতে ফেলছে। এর কোন মানে নেই। যদি গণপরিবহন শ্রমিকদের কোন দাবি থাকে তা সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করে সমাধান করা যেতে পারে। পরিবহন সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় করা হলেও টোল আদায় বন্ধ হচ্ছে না।
প্রতি বছর দ্বিগুণ হারে সেতু থেকে টোল আদায় করা হচ্ছে। এটা অন্যায় এবং অযৌক্তিক। অনতিবিলম্বে সেতুর টোল আদায় বন্ধ করা না হলে পরবর্তীতে সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার হুশিয়ারি দেন পরিবহন মালিক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/রন