ফেনীতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) সকালে শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রায়হান মেহেবুব।
বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সুইড ফেনী শাখার সভাপতি জামাল উদ্দিন ছুট্রু,সহ-সভাপতি আবুল কালাম আজাদ সেলিম,কোষাধ্যক্ষ গোলাম হায়দার মজুমদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকারিয়া ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা সময় প্রতিবন্ধীদেরকে সমাজের বোঝা মনে করা হতো, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তারা সমাজের একটা সম্পদ।
বক্তারা প্রতিবন্ধীদের প্রতি দায়িত্বশীল হয়ে মানবিক আচরণ করার উপর গুরুত্বারোপ করেন। প্রতিবন্ধীদের সঠিক সময়ে সঠিকভাবে পরিচালনা করলে দেশের উন্নয়নে গুরুত্ব রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ছাড়াও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ক্রীড়া প্রতিযোগিতায় ১৪ টি ইভেন্টে ৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীরা ছাড়াও সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ভোরের আকাশ/ সু